Text size A A A
Color C C C C
পাতা

কী সেবা কীভাবে পাবেন

ক্রঃ নং

সেবার নাম

সেবা প্রাপ্তির স্থান

1

ক) মিলিং লাইসেন্স প্রদান ও নবায়ন (রাইস মিল, ফ্লাওয়ার মিল, আটা চাক্কি)

খ) ফুড গ্রেইন লাইসেন্স প্রদান ও নবায়ন (ধান/চাল,গম/আটা, ডাল, চিনি ও ভোজ্য তেল ব্যবসায়ী)।

ক. জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়, সুনামগঞ্জ

খ. 1) আমদানীকারক ও পাইকারী

পযায়ে লাইসেন্স এর জন্য  জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়, সুনামগঞ্জ।

2) খুচরা পযায়ে লাইসেন্স এর জন্য সংশ্লিষ্ট উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়।

2

ইপি/ওপি খাতে (পুলিশ, মুক্তিযোদ্ধা, বিজিবি, ফায়ার সার্ভিস, আনসার ও ভিডিপি, জেলা কারাগার) খাদ্যশস্য বরাদ্দ।

ক) জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়, সুনামগঞ্জ।

3

ক) ওএমএস খাতে খাদ্যশস্য বরাদ্দ।

 

 

 

 

খ) ফেয়ার প্রাইস খাতে খাদ্যশস্য বরাদ্দ।

ক. 1)  জেলা শহরের জন্য জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়।

2) উপজেলা পযায়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়।

খ. জেলা শহরের জন্য জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়।

3

খোলা বাজারে চাল ও আটা বিক্রয়

খাদ্য বিভাগের নিয়োগকৃত ওএমএস ডিলারদের নির্ধারিত দোকান।

4

4থ শ্রেনীর সরকারী কর্মচারীদের নিকট সূলভ মূল্যে কাডের মাধ্যমে মাসিক খাদ্যশস্য বিক্রয়

জেলা ও উপজেলা পযায়ে নিয়োগকৃত সূলভ মূ্ল্য কার্ড ডিলারের দোকান। কার্ড

5

ফেয়ার প্রাইস কাডের মাধ্যমে স্বল্প আয়ের জনসাধারনের নিকট সূলভ মূল্যে খাদ্যশস্য বিক্রয়।

জেলা শহর ও ইউনিয়ন পযায়ে নিয়োগকৃত সূলভ মূ্ল্য কার্ড ডিলারের দোকান।

6

অভ্যন্তরীণ সংগ্রহ মৌসুমে (বোরো/আমন/গম) সরাসরি কৃষকদের নিকট হতে খাদ্যশস্য ক্রয়ের মাধ্যমে মূল্য সহায়তা প্রদান।

স্থানীয় সংগ্রহ কেন্দ্র (জেলাধীন সকল উপজেলার এলএসডি সমূহ)।

7

অভ্যন্তরীণ সংগ্রহ মৌসুমে স্থানীয় বৈধ লাইসেন্স ভূক্ত  মিলারদের নিকট হতে সরকারী বিনির্দেশ মানের চাল সংগ্রহ

জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে চুক্তি সম্পাদন সাপেক্ষে স্থানীয় সংগ্রহ কেন্দ্রে (এলএসডি) বরাদ্দকৃত চাল সরবরাহ করতে হবে।

8

টিআর, কাবিখা, ভিজিডি, ভিজিএফ, জিআর সহ বিভিন্ন ত্রান খাতে বরাদ্দকৃত খাদ্যশস্য সরবরাহ।

সকল উপজেলাধীন এলএসডি (স্থানীয় খাদ্যশস্য সরবরাহ কেন্দ্র)।

9

তথ্য সরবরাহ

জেলা খাদ্য নিয়ন্ত্রক ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়।